সাগরে ভাসল সবচেয়ে বড় প্রমোদতরি, ৭ সুইমিংপুল, ৪০ খাবারের জায়গাসহ কী আছে এতে

‘আইকন অব দ্য সিজ’ তৈরিতে খরচ পড়েছে ২০০ কোটি ডলারছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে গতকাল শনিবার প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ’। প্রথম যাত্রায় এতে যে–সংখ্যক যাত্রী উঠেছেন, তা ছোটখাটো একটি শহরের জনসংখ্যার সমান। প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন। ফিনল্যান্ডের তুর্কুতে একটি শিপইয়ার্ডে … Continue reading সাগরে ভাসল সবচেয়ে বড় প্রমোদতরি, ৭ সুইমিংপুল, ৪০ খাবারের জায়গাসহ কী আছে এতে